মেয়েদের কনডম ব্যবহারের নিয়ম ও অসুবিধা কি কি?

 ✓ নারীদের/ মেয়েদের কনডম কী?

নারী/মহিলা কনডম হলো একটি অভ্যন্তরীণ কনডম যা যৌন মিলনের সময় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও যৌনরোগের সংক্রমণ রোধ করে। বীর্য বা অন্যান্য শরীরের তরল যোনিতে প্রবেশ করতে বাধা সৃষ্টি করতে সহবাসের আগে এটি যোনি বা মলদ্বারে ঢোকানো হয়।

মেয়েদের কনডম ব্যবহারের নিয়ম


✓ নারী/মহিলাদের কনডম কেমন?

পুরুষদের পাশাপাশি মহিলাদের কনডমও বাজারে পাওয়া যাচ্ছে । এখনো যাঁরা এ বিষয়ে শোনেননি বা জানেন না তাঁরা জেনে নিন, বাজারে মাত্র ১০০ টাকায় এই কনডম পাওয়া যায়।


নারীদের কনডম দেখতে কেমন


এই কনডমের এক দিক বন্ধ, নরম, রাবার জাতীয় বস্তু দিয়ে তৈরি। এর দুই প্রান্তে দু'টি নমনীয় পলিইউরোথেন রিং লাগানো থাকে। একটি জরায়ুর দিকে আবদ্ধ প্রান্তে ও অন্যটি যোনির বাইরে খোলা দিকে। এটি যোনির ভেতর ও পুরুষাঙ্গের মুখের মধ্যে বাধা সৃষ্টি করে যাতে বীর্য যোনিতে না যায়। এতে থাকা রাসায়নিক যোনিতে বীর্য প্রবেশে বাধা দেয়।


✓ নারীর/মেয়েদের কনডম কীভাবে ব্যবহার করবেন?


 ১. বাজার থেকে মেয়াদ দেখে ভালো মানের একটি নারী/মহিলা কনডম কিনে নিন।


২. সাবধানে কনডমের প্যাকেটটি খুলুন, খেয়াল রাখুন যেন তা ছিড়ে না যায়। কনডমের বন্ধ দিকটি নিজের তর্জনী বা বুড়ো আঙ্গুলের মাঝখানে ধরুন । আরেক হাত দিয়ে যোনী উন্মুক্ত করুন ।


৩. এরপর খোলা প্রান্তের রিং টি যোণীতে প্রবেশ করান এবং মধ্য আঙ্গুল দিয়ে রিং এর মাঝের অংশ যোনির যতটুকু ভিতরে সম্ভব প্রবেশ করান ।অবশ্যই খেয়াল রাখুন পুরুষের লিঙ্গ যেন যোনী এবং কনডমের মাঝ দিয়ে যাওয়া আসা করে।


৪. যৌনমিলেনের পর কনডমের বাইরের অংশ ধরে কনডম যোনি থেকে বের করে আনুন । খেয়াল রাখুন কনডম যেন ছিড়ে না যায় এবং বীর্য দেহে প্রবেশ করতে নাপারে । যদি এমন হয় তাহলে ডাক্তারের পরামর্শে ইমার্জেন্সি পিল সেবন করুন।


✓ নারী/মহিলা কনডম ব্যবহারের অসুবিধা কী?

নারী/মহিলা কনডম যৌনসঙ্গমের আগে যোনিতে প্রবেশ করানো হয়। পুরুষদের কনডমের মতোই মহিলাদের কনডমও একবারই মাত্র ব্যবহার করা যায়।

মহিলা/মেয়েদের কনডম শুধু যোনির দেওয়ালই নয়, জরায়ুকেও ঢেকে রাখে। যেহেতু এটিতে ক্লিটোরিস ঢাকা পড়ে, তাই অনেক মহিলাদেরই যৌন আনন্দ কমে যায় ও অসুবিধা বোধ হয়। পুরুষদের লিঙ্গ যাওয়া আসার পথে এটা ফেটে যেতে পারে বা ভিতরে ঢুকে যেতে পারে।


এক গবেষণা বলছে, জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে মহিলা কনডম ব্যবহার করা ১০০ জনের মধ্যে ২১ জন প্রতি বছর গর্ভবতী হয়ে থাকেন। অন্যদিকে পুরুষ কনডমের নিখুঁত ব্যবহারের ক্ষেত্রে মাত্র দুই শতাংশ এবং সাধারণ ব্যবহারে ১৫ 

শতাংশ ব্যর্থতার হার রয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন