দীর্ঘক্ষণ সহবাসের গোপন কৌশল:
অনেকেই বলে ১ মিনিট যৌনমিলনে সঙ্গীনিকে তৃপ্তি দেওয়া সম্ভব। আপনার কথায় যুক্তি আছে, তবে এই ১ মিনিট যেভাবে কাটাবেন এমন কিছু কৌশল অবলম্বন করলে তা ১ ঘন্টা স্থায়ী হবে। অনেকেই বলে ৩০ মিনিট বা ১ ঘন্টা মিলন করা অসম্ভব। আবার অনেকের কাছে তা বা হাতের খেল। আশা করি আপনার উদ্দেশ্য সফল হবে যদি নিম্নের কৌশল অবলম্বন করেন।
মিলনের পরিবেশ:
দীর্ঘসময় স্ত্রীর সাথে সহবাস করার ইচ্ছে থাকলে প্রথমে আপনাকে এর জন্য পরিবেশ তৈরি করে নিতে হবে। ধরুন আপনি দিনের বেলায় সহবাস করছেন, এই সময় কি কি সমস্যা হতে পারে ভাবুন। হয়তো কেউ ফোন দিবে, না হলে কোনো পাড়া-পড়শি আসবে, অথবা বাসায় অন্য লোকজনের চলাচল, এসবে সমস্যা হবে। এতে সহবাস উপভোগ না করে দ্রুতই বীর্যপাত হতে পারে। নিরিবিলি মনোরম পরিবেশ, সুন্দর আবহাওয়া, সাথে রোমান্টিক গান, ঘরে সুগন্ধি ব্যবহার, কিছু উপহার এবং সঙ্গীনির ইচ্ছা মিলনের পরিবেশকে প্রাধান্য দেয়।
রোমান্টিক হওয়া:
উপভোগ্য ও স্থায়ী সহবাসের জন্য সঙ্গীনি রোমান্টিক হওয়াকে গুরুত্ব দেয়। মিলনের পূর্বে সুন্দর পরিবেশ সৃষ্টি করে সঙ্গীনির সঙ্গে রোমান্টিক গল্প করতে থাকুন। সঙ্গীনির প্রশংসা বিভিন্নভাবে করুন। গল্পের ছলে সঙ্গীনির দেহ নিয়ে খেলা করুন, উষ্ণ টাচ করুন এবং দুষ্টু মিষ্টি আচরণ করুন।
ফোরপ্লে করুন:
সঙ্গীনির সঙ্গে দুষ্টু মিষ্টি আচরণের সাথে সঙ্গীনির দেহ নিয়ে অনবরত খেলতে থাকুন। ফোরপ্লে করতে থাকুন। এতে সঙ্গীনির যৌনাঙ্গ রসে ভিজে যাবে এবং যৌন মিলনের জন্য মরিয়া হয়ে উঠবে। এরপর আপনি সহবাস শুরু করুন।
দীর্ঘক্ষণ মিলনের ১০টি গোপন কৌশল:
১। মিলনের অন্তত ৩০ মিনিট পূর্বে লিঙ্গে লুব্রিকেন্ট বা তেল দিয়ে আলতো ম্যাসেজ করুন। এতে লিঙ্গের উপরিভাগে শুষ্কতা থাকবে না।
২। ভুলেও অতিরিক্ত প্রস্রাবের বেগ নিয়ে সহবাস করবেন না। মিলনের কিছু পূর্বে প্রস্রাব করুন এবং লিঙ্গে থাকা তেল/লুব্রিকেন্ট ধুয়ে নিন।
৩। মিলনের সময় সঙ্গীনির যৌনাঙ্গের দিকে তাকাবেন না এবং আপনি অতিরিক্ত উত্তেজিত হন এমন কাজ থেকে বিরত থাকুন।
৪। আপনি ধীরে ধীরে যৌন মিলন চালিয়ে যাবেন এবং পরবর্তীতে গতি বাড়িয়ে জোরে কোমড় সঞ্চালন করবেন।
৫। লিঙ্গে শির শির অনুভুতি আসলে কোমড় সঞ্চালন বন্ধ করুন, বিশ্রাম করুন। সঙ্গীনি বলতে পারে, আরোও জোরে, কিন্তু আপনি স্বাভাবিক ভাবেই সময় নষ্ট করতে থাকবেন, সঙ্গিনীকে তা বুঝতে দিবেন না।
৬। যদি মনে হয় বীর্যপাত এখনই ঘটতে পারে, তখন দ্রুত লিঙ্গ যৌনাঙ্গ থেকে বের করুন। আনুমানিক ১ মিনিট অপেক্ষা করুন, খেয়াল রাখবেন এসময় লিঙ্গ যেন কোথাও স্পর্শ না করে এবং এই সময় সঙ্গীনির দেহ নিয়ে খেলতে থাকুন। সঙ্গীনি বিব্রত বোধ করার পূর্বেই আবার লিঙ্গ ভিতরে ঢুকিয়ে কোমড় সঞ্চালন শুরু করুন।
৭। মাঝে মাঝে পজিশন পরিবর্তন করুন। সঙ্গিনীকে উপরে দিন, ডগি স্টাইলে যান এটা আপনার স্থায়িত্ব বৃদ্ধি করবে।
৮। সম্ভব হলে সামান্য বীর্য বের করুন, বিশ্রাম করুন, আবার মিলন করতে থাকুন। তবে অতিরিক্ত উত্তেজিত হলে বীর্য পুরোটাই বের হতে পারে। প্রথমদিকে সমস্যা হলেও পরবর্তীতে আপনি বুঝতে পারবেন কিভাবে সামান্য বীর্য বের করা যায়। এতে আপনি জোড়ে জোড়ে কোমড় সঞ্চালন করলেও পরবর্তীতে বীর্যপাত ঘটবে না।
৯। কখনোই ভরা পেটে সহবাস করবেন না। এতে পেটে চাপ পড়ে, স্থায়িত্ব কমে যায়। খাবার গ্রহণের মিনিমাম ১/২ ঘণ্টা পর মিলন করতে পারেন।
১০। রাতে ঘুমিয়ে পড়ুন এবং মাঝরাতে কিংবা রাতের শেষ ভাগে সহবাস করুন। এসময় মাইন্ড ফ্রেশ থাকে, মিলনের স্থায়িত্ব বৃদ্ধি পায়।