কারিগরী /কারিগরি???
কোনটা
শব্দের শেষে কর, গর থাকলে, তা যদি পেশাকে বোঝায় তাহলে তা ফারসি শব্দ অন্যথায় তৎসম শব্দ। যেমন- যাদুকর, বাজিকর, সওদাগর, কারিগর এগুলো ফারসি শব্দ কারণ পেশাকে বোঝাচ্ছে।
অজগর, সাগর, আয়কর, ভয়ংকর, শুভংকর, রবিকর, রৌদ্রকর, শশিকর, কষ্টকর, ক্ষতিকর, পুষ্টিকর, হানিকর -এগুলো পেশাকে বোঝাচ্ছে না সুতরাং সংস্কৃত শব্দ।
তারমানে 'কারিগর' ফারসি শব্দ তাহলে অবশ্যই ই-কার হবে। সুতরাং শুদ্ধ শব্দ কারিগরি।
Tags
টিপস