শেষে কারি; কারী নির্ণয়ের কৌশল
- →
সহকারি নাকি সহকারী?
- →
সরকারি নাকি সরকারী?
এরূপ অনেক শব্দ আছে যা আমরা প্রায় সময় ভুল করে থাকি। কখন ‘ই-কার’ আর কখন ‘ঈ-কার’ হবে তা নিয়ে দুটি নিয়ম বলব একটি বেসিক নিয়ম আর আরেকটি মনে রাখার টেকনিক। সুতরাং আশা করা যায় আজকে থেকে আর এটি ভুল হবে না।
বেসিক নিয়ম: অ-তৎসম (অর্ধ-তৎসম, তদ্ভব বা বাংলা, দেশি, বিদেশি) শব্দে ‘ই-কার’ হবে আর কেবল তৎসম শব্দে ‘ঈ-কার’ হবে। যেমন— ‘সহকারী’ শব্দটি তৎসম ভাষার শব্দ তাই ঈ-কার হয়েছে। এরূপ— অধিকারী, উপকারী, অপকারী, আবেদনকারী, ছিনতাইকারী, বহনকারী, শ্রবণকারী, নির্মাণকারী ইত্যাদি। অন্যদিকে— ‘সরকারি’ শব্দটি অ-তৎসম (ফারসি) ভাষার শব্দ তাই ই-কার হবে। এরূপ— সরকারি, দরকারি, তরকারি, পাইকারি ইত্যাদি।
অতিরিক্ত তথ্য: ‘ঈ-কার’ প্রত্যয়যুক্ত শব্দের সঙ্গে ‘গণ’ যোগ করলে ঈ-কারের পরিবর্তে ই-কার হবে। যেমন— সহকারী > সহকারিগণ, আবেদনকারী > আবেদনকারিগণ ইত্যাদি।
টেকনিক পার্ট —
→ শব্দটি ব্যক্তিবাচক হলে 'কারী' হবে। যেমন— সহকারী, অধিকারী, উপকারী, অপকারী, আবেদনকারী, ছিনতাইকারী, বহনকারী, শ্রবণকারী, নির্মাণকারী ইত্যাদি। আর শব্দটি বস্তুবাচক হলে 'কারি' হবে। যেমন— সরকারি, দরকারি, তরকারি, পাইকারি ইত্যাদি।
Tags
টিপস