চমকে চমকানো : স্বর সন্ধি
আজকের পোস্ট-টি আকারে একটু বড় হবে, তবুও প্রত্যেক জব পরীক্ষার্থীর পড়া উচিত। আপনার পড়া আর পরীক্ষায় প্রশ্ন আসার ফারাক বুঝতে পারবেন। ধরুন, ‘নয়ন’ শব্দটি সন্ধির জন্য পড়লেন কিন্তু পরীক্ষায় আসলো প্রত্যয়ের জন্য ব্যাপারটা কেমন হয়ে গেল না!! আবার ‘বন্যার্ত’ পড়লেন সন্ধির জন্য কিন্তু পরীক্ষায় আসলো সমাসের জন্য সেক্ষেত্রে কী করবেন। এরূপ অগণিত উদাহরণ আছে যা আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন খুললে দেখতে পাবেন। আসুন নিচের পোস্ট-টি ভালো করি পড়ি, তারপর বলছি আপনাকে কী করতে হবে।
এক পোস্টে স্বর সন্ধির অর্থেক নিয়ম শেষ! (সন্ধি-বিচ্ছেদের নিয়মানুসারে দেওয়া হয়েছে)। উচ্চারণগতভাবে সন্ধি বিচ্ছেদ নিয়ম কয়টি দেওয়া হলো:
নিয়ম-০১: সন্ধিবদ্ধ শব্দে ‘অর’ বা ‘আর’ উচ্চারণ হলে বিচ্ছেদের পরবর্তী অংশে ‘ঋ’ হবে। যেমন—
অর উচ্চারণগত: দেবর্ষি = দেব + ঋষি, মহর্ষি = মহা + ঋষি, রাজর্ষি = রাজা + ঋষি, সপ্তষি = সপ্ত + ঋষি, উত্তমর্ণ = উত্তম + ঋণ, অধমর্ণ = অধম + ঋণ। আর উচ্চারণগত: ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত, ভয়ার্ত = ভয় + ঋত, শীতার্ত = শীত + ঋত, তৃষ্ণার্ত = তৃষ্ণা + ঋত, গীতার্ত = গীত + ঋত, পিপাসার্ত = পিপাসা + ঋত, বন্যার্ত = বন্যা + ঋত।
একনজরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলো
- ‘ক্ষুধার্ত’ এর সন্ধি-বিচ্ছেদ—
- তৃষ্ণার্ত-সন্ধি বিচ্ছেদ কোনটি?
- তৃষ্ণার্ত এর সঠিক ব্যাসবাক্য কোনটি— উত্তর: তৃষ্ণা দ্বারা আর্ত।
- ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ‘শোক + ঋত = শোকার্ত’ কোন সন্ধির দৃষ্টান্ত?
- ‘অধম + ঋণ’ = অধমর্ণ কোন সন্ধির দৃষ্টান্ত কোনটি?
- ‘উত্তমর্ণ’ কে সন্ধি বিচ্ছেদ করলে হয়—
- বন্যার্ত কোন সমাস? উত্তর: ৩য় তৎপুরুষ।
নিয়ম-০২: সন্ধিবদ্ধ শব্দে ‘অয়’ উচ্চারণ হলে বিচ্ছেদে পূর্বপদে ‘এ-কার’ হবে। যেমন—
নয়ন = নে + অন (নী + অন = নয়ন—প্রকৃতি প্রত্যয়), চয়ন = চে + অন, শয়ন = শে + অন (শী + অন = শয়ন—প্রকৃতি প্রত্যয়), পয়ন = পে + অন।
একনজরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলো
- ‘নয়ন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ‘নয়ন’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
- শয়ন-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
নিয়ম-০৩: সন্ধিবদ্ধ শব্দে ‘আয়’ উচ্চারণ হলে বিচ্ছেদে পূর্বপদে ‘ঐ-কার’ হবে। যেমন—
নায়ক = নৈ + অক (সন্ধি বিচ্ছেদ ও প্রকৃতি প্রত্যয় একই), গায়ক = গৈ + অক (সন্ধি বিচ্ছেদ ও প্রকৃতি প্রত্যয় একই)।
একনজরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলো
- ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ—
- কোনটি যৌগিক শব্দ— উত্তর: গায়ক।
- নায়ক = ?
- ‘নায়ক’ শব্দের কৃৎ প্রকৃতি হচ্ছে—
নিয়ম-০৪: সন্ধিবদ্ধ শব্দে ‘অব’ উচ্চারণ হলে বিচ্ছেদে পূর্বপদে ‘ও-কার’ হবে। যেমন—
- পবন = পো + অন, লবণ = লো + অন (লু + অন = লবণ— প্রকৃতি প্রত্যয়), গবেষণা = গো + এষণা, পবত্রি = পো + ইত্র, গবাদি = গো + আদি।
একনজরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলো
- ‘পবিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ‘লবণ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ‘গবাদি’ শব্দের সন্দি-বিচ্ছেদ কোনটি?
- ‘লবণ’ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
- লাবণ্য শব্দের মূল শব্দ— উত্তর: লবণ।
- কোন শব্দে স্বভাবতই ণ হয়েছে—উত্তর: লবণ।
- কোনটি যৌগিক শব্দের উদাহরণ—উত্তর: গবেষণা।
নিয়ম-০৫: সন্ধিবদ্ধ শব্দে ‘আব’ উচ্চারণ হলে বিচ্ছেদে পূর্বপদে ‘ঔ-কার’ হবে। যেমন—
নাবিক = নৌ + ইক, ভাবুক = ভৌ + উক, পাবক = পৌ + অক
একনজরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলো
- ‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো—
- পৌ + অক = ?
- ‘পাবক’ কোন সন্ধির উদাহরণ?
- ‘ভাবুক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ—
- উপসর্গ সাধিত শব্দ নয় কোনটি— উত্তর: ভাবুক।
একনজরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলো দেখে আপনি এতক্ষণ নিশ্চয় বুঝে গেছেন, আপনাকে কীভাবে পড়তে হবে আর আমি কী বুঝাতে চেয়েছিলাম। সুতরাং গুরুত্বপূর্ণ বিষয়গুলি Combined করে পড়ুন। প্রয়োজনে নোট করুন,
Tags
টিপস