কোন ভাষার শব্দ— কোন ভাষা থেকে আগত

কোন ভাষার শব্দ— কোন ভাষা থেকে আগত


একনজরে পড়ে ফেলুন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নাবলি। প্রত্যেকটি প্রশ্নের উত্তর নেওয়া হয়েছে বাংলা একাডেমির ‘আধুনিক বাংলা অভিধান’ থেকে।
১| ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ— তুর্কি।
২| ‘ম্যালেরিয়া’ কোন ভাষার শব্দ— ইতালি।
৩| ‘মর্সিয়া’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে—ফারসি।
৪| ‘কাঁচি’ শব্দটি কোন ভাষা হতে এসেছে— তুর্কি।
৫| ‘কুঁড়ি’ শব্দটির ব্যুৎপত্তি শব্দ কোনটি— কোরক।
৬| ‘শাক সবজি’ শব্দটি নিচের কোন দুইয়ের মিলন— তৎসম + ফারসি।
৭| ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত— তুর্কি।
৮| ‘সাবান’ ও ‘আনারস’ শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে—পর্তুগিজ।
৯| ‘হরতন’ কোন ভাষার শব্দ— ওলন্দাজ।
১০| ‘হরতাল’ কোন ভাষা থেকে এসেছে— গুজরাটি।
১১| 'হাঙ্গামা’ কোন ভাষার শব্দ— ফারসি।
১২| 'হাটবাজার’ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত—বাংলা ও ফারসি।
১৩| ‘চকলেট’ কোন দেশের ভাষার শব্দ— ফরাসি।
১৪| ‘চকমক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে—তুর্কি।
১৫| ‘চানাচুর’ কোন ভাষার শব্দ— হিন্দি।
১৬| 'জান্নাত ও বেহেশত’ শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে—আরবি ও ফারসি।
১৭| ‘জানালা’ শব্দটি কোন্ ভাষার শব্দ—পর্তুগিজ।
১৮| ‘জোছনা’ কোন শ্রেণির শব্দ— অর্ধ-তৎসম।
১৯| ‘গির্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ— পর্তুগিজ।
২০| ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ— অর্ধ-তৎসম।
২১| ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত— পর্তুগিজ।
২২| গ্রিক শব্দ কোনটি— দাম।
২২| ‘লাশ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে— তুর্কি।
২৩| ভাত কোন ধরনের শব্দ— তদ্ভব।
২৪| ‘কুরসি’ শব্দটি কোন ভাষা থেকে আগত— আরবি।
২৫| ‘ইংরেজি’ শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে— পর্তুগিজ।
২৬| ‘তারিখ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে— আরবি।
২৭| চশমা কোন ভাষার শব্দ— ফারসি।
২৮| পানি কোন ভাষার শব্দ— তদ্ভব বা বাংলা শব্দ।
২৯| দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে— গুরুচণ্ডালী দোষ।
৩০| ‘ডেঙ্গু’ শব্দটি বাংলা ভাষায় এসেছে— স্পেনীয় ভাষা থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন