শব্দ ভান্ডার: হিন্দি বা উর্দু শব্দ - -আধুনিক বাংলা অভিধান অনুসারে

 

শব্দ ভান্ডার: হিন্দি বা উর্দু শব্দ



[হিন্দি-উর্দু শব্দের জন্য এই ২৬টি শব্দ পড়লেই যথেষ্ট আশা করি এর বাইরে প্রশ্ন হবে না। বেশ কিছু দ্বিধান্বিত শব্দ আছে, যার নির্ভুল তথ্য দেওয়া হয়েছে বাংলা একাডেমি ‘আধুনিক বাংলা অভিধান’ অনুসারে।


হিন্দি-উর্দু শব্দ (২৬)নানা, নানি, জুঠা, কাহিনি, মামু (কিন্তু মামা, মামি— দেশি শব্দ), রুটি, জিলাপি বা জিলিপি, খানাপিনা, ফুচকা, দাবা, বাবু, লাগাতার, সাচ্চা, টহল, ধুতি, পাগড়ি, খাট্টা, খোট্টা, তাগড়া, ঠান্ডা, ঝাড়ু, ধোলাই, ঝান্ডা, গুমটি, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা।



হিন্দি-উর্দু শব্দ চেনার উপায়


১। তারিখবাচক শব্দের প্রথম ৪টি অর্থাৎ পহেলা, দোসরা, তেসরা, চৌঠা হিন্দি শব্দ, তবে অন্য তারিখবাচক শব্দগুলো বাংলা ভাষার শব্দ।

২। অন্যান্য হিন্দি শব্দগুলো মনে রাখবেন যেভাবেনানা-নানির জুঠা কাহিনি শুনে মামুরা রুটি-জিলাপি-সহ খানাপিনা ছেড়ে দিয়ে ফুচকা খাওয়া ধরেছে এবং দাবা খেলা শুরু করেছে। এসব দেখে সিলেটি বাবুরা লাগাতার সাচ্চা টহল দিতে শুরু করেছে। অন্যদিকে ধুতি ও পাগড়ি পরা খাট্টা খাওয়া খোট্টাতাগড়া লোকেরা ঠান্ডায় ঝাড়-ধোলাই-ঝান্ডা দেয় এবং গুমটিতে থাকে।

সংশোধনীয় ও করণীয়:
 বাজারে প্রচলিত প্রায় সব বইয়ে (পানি, জল, চানাচুর, ফালতু, বার্তা, ফুফা, ফুফু) এই শব্দগুলো হিন্দি দেওয়া আছে কিন্তু তা ভুল। আধুনিক বাংলা অভিধানানুযায়ী ‘পানি’ বাংলা ভাষার শব্দ যা সংস্কৃত ‘পানীয়’ শব্দ থেকে আগত, আর ‘জল’ সংস্কৃত ভাষার শব্দ। অনুরূভাবে— ‘চানাচুর’ বাংলা বা তদ্ভব ভাষার শব্দ; ‘ফালতু’ আঞ্চলিক ভাষার শব্দ; ‘বার্তা’ সংস্কৃত ভাষার শব্দ; ‘ফুফা’ ও ‘ফুফু’ বাংলা ভাষার শব্দ।



 বিশেষ টিপ্স
শব্দের উৎস থেকে উত্তর করার সময় আধুনিক বাংলা একাডেমি অনুসরণ করায় শ্রেয়। তবে ৪টি/ ৫টি অপশন আধুনিক বাংলা অভিধানানুসারে উত্তর না থাকলে ‘বাংলা ভাষার ব্যাকরণ’ কিংবা প্রচলিত বই অনুসারে উত্তর দাগাবেন।

সতর্কতা:
 বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানানুযায়ী ‘খানা’ শব্দটি গর্ত বা ছোটো জলাশয় অর্থে দেশি শব্দ, কক্ষ বা স্থান অর্থে ফারসি শব্দ, খাদ্য অর্থে হিন্দি শব্দ, টুকরো বা খণ্ড অর্থে বাংলা শব্দ যা সংস্কৃত ‘খণ্ড’ থেকে আগত। অর্থাৎ উৎসগত দিক থেকে ‘খানা’ শব্দটি দেশি, ফারসি, হিন্দি, বাংলা ৪টি ভাষা থেকেই আগত, যা অর্থ অনুযায়ী পার্থক্য হবে। তবে ‘খানাপিনা’ হিন্দি ভাষার শব্দ।

অর্থ সংকলন:
 গুমটি অর্থ পাহারা দেওয়ার জন্য নির্মিত তিনদিকে ঘেরা ছোটো ঘর।
— আব্দুল হাসনাত আব্দুল্লাহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন