সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাইয়া / আপুরা, আসসালামু আলাইকুম / নমস্কার। আশাকরি সবাই ভালো ও সুস্থ আছেন। দরজায় কড়া নাড়ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা।
একটা চাকরি শুধু জীবিকা নির্বাহের অন্যতম উপায়ই শুধু নয়, সামাজিক সম্মান, ব্যক্তিত্ববোধ ও সুন্দর ভবিষ্যতের অন্যতম নির্ধারক। সুতরাং, একটি চাকরি আপনার শুধু প্রয়োজনই নয়, অনিবার্য বাস্তবতা। তাই, চাকরি প্রাপ্তির পরীক্ষা নামক মহাযুদ্ধে শেষ হাসি হাসার জন্য শেষ সময়ে কোন বিষয়গুলো পড়া জরুরি, সে সম্পর্কে একটা গাইডলাইন দিচ্ছি।
বিগত সালের পরীক্ষার প্রশ্নসমূহ বিশ্লেষণ করে দেখা যায় যে, বাংলায় বরাদ্দ ২০ মার্কসের মধ্যে সাহিত্য থেকে মাত্র ৩/৪টি প্রশ্ন থাকে। সুতরাং এ ৩/৪টি প্রশ্নের জন্য বিস্তৃতভাবে পড়ার দরকার নাই। এ অংশের প্রশ্নগুলো প্রধানত ৫ম থেকে একাদশ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠিত কবি/সাহিত্যিকদের সম্পর্কে জানলে যথেষ্ট। এটুকু পড়লেই ৪টির মধ্যে ৩/৪টিই কমন পাবেন ইনশাআল্লাহ। সুতরাং সাহিত্য অংশের জন্য অহেতুক বেশি সময় না দেওয়াই বুদ্ধিমানের কাজ। সাহিত্য অংশটুকু পড়ার জন্য যেকোনো গাইড বই পড়তে পারেন। তবে, বাজারে প্রচলিত প্রাইমারি নিয়োগ গাইডগুলো থেকে শুধু বিগত প্রশ্নগুলো দেখবেন, কিন্তু ভুলেও আলোচনা অংশগুলো দেখবেন না। কারণ, এগুলোর তেমন মানসম্মত নয়।
ব্যাকরণ অংশটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এ অংশ থেকে ১৬/১৭টি প্রশ্ন আসে। ব্যাকরণ অংশ ভালো করার জন্য সব টপিকস্ পড়ার প্রয়োজন নাই। কারণ, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উল্টা-পাল্টা তেমন কোনো প্রশ্ন করে না। সচরাচর যে টপিকসগুলো থেকে প্রশ্ন আসে, সেগুলো উল্লেখ করা হলোঃ
✍ বর্ণমালা
✍ সাধু ও চলিত রূপ
✍ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
✍ সন্ধি
✍ সমাস
✍ কারক
✍ পদ প্রকরণ
✍ দ্বিরুক্ত শব্দ
✍ শব্দের শ্রেণিবিভাগ ও শব্দ ভাণ্ডার
✍ উপসর্গ
✍ সমার্থক ও বিপরীত শব্দ
✍ ক্রিয়ার কাল
✍ এককথায় প্রকাশ
✍ বাগধারা
✍ বিরাম চিহ্ন
✍ পরিভাষা
এ টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ ১৬/১৭টির মধ্যে ১৫/১৬ টি কমন পাবেন। নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ থেকে এগুলো পড়বেন। অনুশীলনের জন্য আপনার ভালোলাগার যেকোনো গাইড বই দেখতে পারেন।
সবার জন্য শুভকামনা।
শুভেচ্ছান্তে...
আব্দুল হাসনাত আব্দুল্লাহ
বাংলা লেকচারার: বিসিএস কনফিডেন্স
Tags
টিপস