ড. ইউনুস এর জীবনী | তিনি কিসে নোবেল পুরস্কার পান

 ড. মুহম্মদ ইউনূস এর জীবনী ও তথ্য:


. মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন, ১৯৪০) একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন



ব্যক্তিগত বিবরণ:

জন্ম:  ২৮ জুন ১৯৪০

হাটহাজারী, চট্টগ্রাম জেলা, বঙ্গ প্রদেশ, ব্রিটিশ ভারত (বর্তমানে হাটহাজারী, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ)

নাগরিকত্ব

ব্রিটিশ ভারত (১৯৪০–১৯৪৭)

পাকিস্তানি (১৯৪৭–১৯৭১)

বাংলাদেশী (১৯৭১–বর্তমান)

জাতীয়তা:  বাংলাদেশী

রাজনৈতিক দল:

নাগরিক শক্তি (২০০৭)

স্বতন্ত্র (২০০৭–বর্তমান)

দাম্পত্য সঙ্গী

ভেরা ফরোস্টেনকো (বি. ১৯৭০; বিচ্ছেদ. ১৯৭৯)

আফরোজী ইউনুস (বি. ১৯৮৩)

সন্তান

মনিকা ইউনুস 

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় (বিএ, এমএ)

কলোরাডো বিশ্ববিদ্যালয়

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় (পিএইচডি)


পেশা:

অর্থনীতিবিদ

উদ্যোক্তা

পুরস্কার:

 স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৮৭)

বিশ্ব খাদ্য পুরস্কার (১৯৯৪)

গান্ধী শান্তি পুরস্কার (২০০০)

ভলভো পরিবেশ পুরস্কার (২০০৩)

নোবেল শান্তি পুরস্কার (২০০৬)

 প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯)

কংগ্রেসনাল গোল্ড মেডেল (২০১০)

ইউনুস দারিদ্র্যতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। ১৯৭৪ সালে মুহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন