চরসমূহ-
01. চর মানিক – ভোলা।
02. চর জব্বার – ভোলা।
03. চর কুকরি মুকরি অবস্থিত – ভোলা।
04. চর নিউটন অবস্থিত – ভোলা।
05. চর কুকরী মুকরী- ভোলা।
06. চর জংলী--ভোলা।
07. চর নিজাম--ভোলা।
08. দুবলার চর--সুন্দরবন ।
09. দুবলার চর-- অতিথী পাখির জন্য বিখ্যাত।
10. পাটনীর চর--সুন্দরবন ।
11. চর আলোকজান্ডার—লক্ষীপুর
12. গজারিয়ার চর—লক্ষীপুর
13. নির্মল চর--রাজশাহীঃ।
14. বেহুলার চর--কুড়িগ্রামে ।
15. মুহুরীরর চর—ফেনী।
16. কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরে চর জাগানো সম্ভব --ক্রস ড্যাম পদ্ধতিতে।
ভ্যালিসমূহঃ
01. বলিশিরা ভ্যালি--মৌলভিবাজার জেলায়।
02. নাপিত খালি ভ্যালি--কক্সবাজার।
03. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকে বলে – ভেঙ্গী ভ্যালী।
04. হালদা ভ্যালি অবস্থিত -- খাগরাছড়িতে।
05. সাজেক ভেলী—রাঙ্গামাটি।
বন্দরসমূহঃ
01. বাংলাদেশের সমুদ্রবন্দর দুটি – চট্টগ্রাম, মংলা ও পায়রা।
02. সবচেয়ে বড় সমুদ্র বন্দর – চট্টগ্রাম বন্দর ।
03. চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত –কর্ণফুলী নদীরতীরে।
04. চট্টগ্রাম সমুদ্র বন্দরের অস্তিত্ব পাওয়া যায়-খ্রিস্টপূর্ব ৪০০ বছর আগে।
05. চট্টগ্রাম সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় -১৯৪৭ সালে।
06. চট্টগ্রাম সমুদ্র বন্দর আরব বণিকদের কাছে- সামুন্দা, সেটগাং নামে পরিচিত ।
07. পর্তুগীজ নাবিকদের কাছে--পোর্টগ্রান্ডি নামে পরিচিত।
08. মংলা সমুদ্র বন্দর অবস্থিত – পশুর নদীরতীরে (১৯৫০)।
09. মংলা বন্দরে জেটির সংখ্যা-- ৫টি।
10. সমুদ্র বন্দর সংকেত--১১টি।
11. প্রধান নদী বন্দর - নারায়নগঞ্জ।
12. নদীবন্দর সংকেত --৪টি।
13. এশিয়ার সবচেয়ে বৃহত্তম স্থলবন্দর কোনটি- বেনাপোল।
14. সাতক্ষীরায় অবস্থিত একমাত্র স্থল বন্দর – ভোমরা।
15. বিবির বাজার স্থলবন্দরটি – কুমিল্লা।
16. হিলি ও বিরল স্থল বন্দর—দিনাজপুর।
17. ধানুয়া কামালপুর স্থলবন্দর—জামালপুর।
সৈকতসমূহঃ
01. বিশ্বের বৃহত্তম আসমুদ্র সৈকত –কক্সবাজার সমুদ্রসৈকত।
02. যে সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সুর্যাস্তদেখা যায় –কুয়াকাটা সমুদ্র সৈকত।
03. পাথর সমৃদ্ধ ‘ইনানি বিচ’ অবস্থিত –কক্সবাজারে।
04. কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয়– সাগরকন্যা।
05. কুয়াকাটা সমুদ্র সৈকত –- পটুয়াখালী।
06. কুয়কাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য--১৮কিমি।
07. কাপ্তাই হৃদ অবস্থিত – রাঙামাটিতে।
দ্বীপসমূহঃ
01. বৃহত্তম ব-দ্বীপ – সুন্দরবন।
02. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ – বাংলাদেশ।
03. বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ--ভোলা।
04. সাগর দ্বীপ বলা হয়--ভোলা কে।
05. তজমদ্দিন দ্বীপ অবস্থিত--ভোলায়।
06. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ—মহেশখালী।
07. পর্তুগীজরা বসবাস করত- মনপুরা দ্বীপে (ভোলার)।
08. নিঝুম দ্বীপের আয়তন—৯১ বর্গ কি.মি।
09. নিঝুম দ্বীপের পূর্ব নাম--বাউলার চর।
10. ছেঁড়াদ্বীপের আয়তন--৩ বর্গকিমি।
11. সেন্টমার্টন দ্বীপের আয়তন কত--- বর্গকি.মি।
12. বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ --সেন্টমার্টিন (ছেঁড়াদ্বীপ না থাকলে)।
13. সেন্টমার্টন দ্বীপের অপর নাম—নারিকেল জিঞ্জিরা।
14. সেন্টমার্টিনের কাছে জেগে উঠা নতুন দ্বীপটির নাম --গোলাচর।
15. টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপের মাঝে অবস্থিত অংশটুকুর নাম--বাংলা চ্যানেল।
16. দক্ষিণ তালপট্টি দ্বীপের আয়তন -- ৮ বর্গ কি.মি।
17. ভারতের নৌবাহিনী দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে-- ১৯৮১ সালে।
18. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম-- পূর্বাশা বা নিউমুন (ভারতীয়রা বলে)।
19. অসংখ্যা দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি—সুন্দরবন।