❤️ প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস❤️
------------ ------------ ------------ ------------ ------------ ------------ ------------ ------------
🔹🔹বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে পড়ুন (বিসিএস সহ)।
🔹🔹 ২০২২ সালে অনুষ্ঠিত প্রশ্ন এবং ২০২১ ও ২০২০ সালের প্রশ্ন বেশি বেশি রিভিশন দিন। এখান থেকে প্রশ্ন বেশি কমন পাবেন।
🔹🔹যে সকল টপিকস থেকে সর্বদা প্রশ্ন থাকে সেই অংশগুলো বেশি করে পড়ুন।
🔹🔹আগে যে সকল বিষয় পড়েছেন সেগুলো রিভিশন দিন। গণিত ও ইংরেজি অংশে বেশি সময় দিন।
🔹🔹পরীক্ষার সময় অনুযায়ী, সময় নির্ধারণ করে বাসায় নিজে নিজে মডেল টেস্ট পরীক্ষা দিন।
🔹🔹পরীক্ষার হলে যাওয়ার আগে সবকিছু ঠিকমতো নিয়েছেন কিনা চেক করুন। পরীক্ষার দিন যানজট এড়িয়ে আগেই হলের কাছে অবস্থান করুন।
🔹🔹পরীক্ষার হলে ওএমআর শীট সঠিকভাবে পূরণ করুন।
🔹🔹অনুমান নির্ভর উত্তর করা থেকে বিরত থাকুন।
🔹🔹প্রথমেই সহজে যে বিষয়গুলোর উত্তর করা যায় সে বিষয়গুলোর উত্তর করুন,সময়ের দিকে খেয়াল রাখুন।
🔹🔹উওরপত্রের ক,খ,গ,ঘ সঠিকভাবে দেখে সঠিক অক্ষরটির বৃত্ত ভরাট করুন।
🔹🔹 পরীক্ষার হলে মাথা ঠাণ্ডা রেখে উত্তর প্রদান করুন।