সংশোধনীয় ভুল: [পর্ব - ০৯]
(নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইয়ের)
"ধ্বনির পরিবর্তন" এর মধ্যে (পুরোহিত > পুরুত)-হ-কার লোপ দেওয়া আছে কিন্তু তা ভুল। আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি তাহলে বোঝা যায় এটি হ-কার লোপ নাকি অন্তর্হতি।
← হ-কার লোপ: গাহিল (গ্+অা+হ্+ই+ল্+অ) > গাইল (গ্+অা+ই+ল্+অ)। লক্ষণীয় এখানে শুধু 'হ' বর্ণটিই লোপ পেয়েছে। সুতরাং এটা হ-কার লোপ। আবার,
← অন্তর্হতি: আলাহিদা (আ+ল্+অা+হ্+ই+দ্+অা) > অালাদা (অা+ল্+অা+দ্+অা)। লক্ষণীয় এখানে 'হ' বর্ণটি কারসহ (ই-কার) লোপ পেয়েছে। এরূপ- ফলাহার>ফলার।
সুতরাং অন্তর্হতি'র উদাহরণ বিশ্লেষণ অনুযায়ী (পুরোহিত > পুরুত) শব্দটির 'হ' বর্ণটি কারসহ লোপ পেয়েছি। সুতরাং এটি অন্তর্হতির উদাহরণ।
আপনারা কারেকশন করে নিন পেজ নাম্বার ২৯ এর মাঝামাঝি দিকে।
Tags
টিপস