সাকিব থাকলে এবারের আইপিএলে হট ফেভারিট হত হায়দ্রাবাদ : হার্শা ভোগলে

 ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৩ তম আসর। এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব গোপন রাখার কারণে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান।



যার কারণে এবারের আসরে সাকিবকে দলে পাচ্ছেনা সানরাইজার্স হায়দ্রাবাদ। একেই হায়দ্রাবাদের সবচেয়ে বড় ক্ষতি হিসেবে দেখছেন ভারতের হার্শা ভোগলে। ক্রিকবাজের ভয়েস অফ ক্রিকেটের অ্যানালিসিস্ট হার্শা ভোগলে মনে করেন এবারের আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদ এর গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে পারতেন সাকিব আল হাসান।

গত বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব। ব্যাট হাতে ৬০৬ রান সহ ১১ টি উইকেট দখল করেছিলেন সাকিব আল হাসান। অন্যদিকে এবারের আসরটির দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কারণে একটু বেশি সুবিধা পেতেন সাকিব বলে মনে করেন হার্শা ভোগলে, আইপিএলের এবারের আসরটি ছিল সাকিবের জন্য। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আসরটি ভারতে নয়, অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে।

হার্শা ভোগলে বলেন, ‘হায়দরাবাদ ভক্তদের জন্য এটি অবশ্য আরও একটি আরো একটি দুঃসংবাদ। যা নিয়ে এখন আর কিছুই করার নেই। আমার মনে হয় এবারের আইপিএলটা ছিল সাকিবের জন্য। ভারতে যখন খেলা হয়েছিল দলের কম্বিনেশনের কারণে বেশি ম্যাচ পায়নি সে। ধরুন সাকিব ৩ নম্বরে খেলছে, ৪ ওভার বোলিং দিচ্ছে আপনাকে। এতেই হায়দরাবাদ অনেক এগিয়ে যেত, দলটি প্রতিদ্বন্দ্বী থেকে অন্যতম ফেভারিট হিসেবে আইপিএলে অংশ নেত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন